• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন |

‘বিএনপি জনগণকে অপমান করেছে’

New Rose Cafe, Saidpur

হানিফঢাকা : পৌরসভা নির্বাচনের রায় প্রত্যাখান করে বিএনপি জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন  দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল প্রমুখ।

হানিফ বলেন, ‘জনগণ যে রায় দিয়ছে সেই রায় প্রত্যাখান করার ঘোষণা দিয়ে বিএনপি প্রকান্তরে জনগণের রায়কে অপমান করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি, তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে।’

বাংলাদেশে পাকিস্তানি প্রেতাত্মার কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে চায় না, নির্বাচনে তারা সেই রায়ের মাধ্যমে এই ম্যাসেজ দিয়েছেন বলেও উল্লেখ করেন হানিফ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পৌরসভা নির্বাচন নিয়ে বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘তার কথা শুনে আমার মনে হলো, তিনি আসমান থেকে এসেছেন।’

তিনি আরো বলেন, ‘ আপনি এরকম নির্বাচন দেখেননি? বাংলাদেশে ইতিপূর্বে স্থানীয় নির্বাচন এর চেয়ে কী অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ কখনো হয়েছে?’

‘পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কী কী অর্জন দেখছে’ এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক অর্জন অনেক। বিএনপি এই সরকার এবং নির্বাচন কমিশন এই দুইকে মানে না। সেই বিএনপি নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে, এটি একটি বৈধ সরকার এবং এই ইসির অধীনে তারা নির্বাচন করতে পারে।’

‘গতকাল পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে’ এটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে’ অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি তো এ নির্বাচনকে নিয়েছিল একটি ষড়যন্ত্র হিসেবে। বিএনপি যদি নির্বাচনকে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ হিসেবে নিত তাহলে তাদের সকল পর্যায়ের নেতারা নির্বাচনী প্রচারণায় অংশ নিত। এটা তাদের সুযোগ ছিল। কিন্তু তারা অংশ নেয়নি।’

তিনি বলেন, ‘সম্প্রতি খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে যে মন্তব্য করেছেন, এ কারণে দেশের জনগণ যদি তাদের উপর চড়াও হয় এই ভয়ে যদি বিএনপির কোনো এজেন্ট না থাকে তার দায়ভার তো আওয়ামী লীগের না।’

হানিফ বলেন, ‘বিএনপি একটি মাজাভাঙা দল। কারণ বিএনপি নেত্রীর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যেভোবে জনগণ ক্ষিপ্ত হয়েছে, তাদের কর্মীরা হতাশাগ্রস্ত। এ কারণে তারা বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি, নির্বাচনে এজেন্ট দিতে পারেনি। তাদের দলের এ অবস্থার জন্য দায়ভার তো আওয়ামী লীগের না।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে হানিফ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাইয়ে জন্য স্বল্প সময় পেয়েছি। এতো অল্প সময়ে তৃণমূল থেকে সঠিক প্রার্থী বাছাই করা দূরহ  ছিল। তারপরও দ্রুত সময়ের মধ্যে যে প্রার্থী মনোনয়ন দিয়েছে তারা শতকারা ৯০ ভাগ সঠিক ছিল। হয়তো ১০ ভাগ প্রার্থীর মধ্যে দুর্বলতা ছিল। সেই কারণে দুই একটি জায়গায় বিদ্রোহী প্রার্থী জিতেছে।’

তিনি বলেন, ‘জনগণ রায় দিয়েছে তাদের মেয়র হিসেবে কাজ করতে। কাজেই জনগণের দেওয়া দায়িত্ব তারা পালন করবে। আমাদের গঠনতন্ত্র অনুসারে যে সাংগঠনিক সিদ্ধান্ত রয়েছে-তাদের বিরুদ্ধে তা বলবৎ থাকবে। আগামী কার্যনির্বাহীর কমিটিতে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

পৌরসভা নির্বাচন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য দেশবাসীসহ আইনশৃংখলা বাহিনী, ইসি, বিএনপিসহ সকল রাজনৈতিক দল এবং গণমাধ্যমেকে দলের পক্ষে ধন্যবাদ জানান হানিফ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ