ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দের জোয়ারে ভাসছেন ছাত্রলীগের তৃনমূল পর্যায় থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতারা। বর্ণিল সাজে ও জমকালো আয়োজনে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে আনন্দ শোভাযাত্রা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি, শাহবাগ, নিউমার্কেট, পল্টনসহ রাজধানীর প্রায় সব জায়গাতেই দেখা গেছে এমন চিত্র।
সকাল থেকে ছাত্রলীগের মুল সমাবেশ স্থল অপরাজেয় বাংলায় আসেন নেতাকর্মীরা । এ সময় নেতাকর্মীদের ছোট ছোট ভ্যান ও বড় ট্রাকে সাউন্ড সিস্টেম লাগিয়ে গানের তালে তালে নাচতে দেখা গেছে।
কেউ কেউ আবার নেতার একটু বেশি সুনজর পাওয়ার জন্য বাদক দল, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে সমাবেশ স্থলে আসে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পরিণত হয়েছিল সাবেক ও বর্তমান ছাত্রলীগের মিলনমেলায়। একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে অনুষ্ঠানে।
প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শেষ হলেও এখন পর্যন্ত নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন রাস্তায় মহড়া ও আনন্দ শোভাযাত্রা চলছে।