• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :

নতুন ইসলামী ঐক্যজোটও পেলেন খালেদা

New Rose Cafe, Saidpur

130925_1ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার দলের ত্রি-বার্ষিক কাউন্সিলে এই ঘোষণা দেন দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।

এর ফলে বিএনপির সঙ্গে প্রায় দেড় যুগের সম্পর্কের অবসান ঘটল ইসলামী ঐক্যজোটের। ২০০১ সালের জাতীয় নির্বাচন কেন্দ্রীক ১৯৯৯ সালে গঠিত চার-দলীয় ঐক্যজোট। বিএনপি ছাড়া এই জোটের অন্য শরিক হলো- জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

তবে আব্দুল লতিফ নেজামীর ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে বিএনপি তাদের জোটে নতুন ইসলামী ঐক্যজোটও পেয়েছে।

রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে গিয়ে দেখা করে ফুল দিয়ে অন্তর্ভুক্তির কথা জানান ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব।

এর আগে তিনি সংবাদ সম্মেলন করে জোট ছেড়ে যাওয়া আব্দুল লতিফ নেজামী ও তাদের সহযোগীদের বহিষ্কার করেন।

শৃঙ্খলাভঙ্গের কারণে লতিফ নেজামীরা আর ইসলামী ঐক্যজোটে ‘নেই’ দাবি করে আবদুর রকিব বলেন, ‘লতিফ নেজামী জোট ত্যাগের ঘোষণা দিলেও তাদের দল বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটেই রয়েছে।’

এ সময় নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে তিনি বলেন, ‘ইসলামী ঐক্যজোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০-দলীয় জোটে ছিল, থাকবে।’

এরপর রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া উপহার দেন আবদুর রকিবের নেতৃত্বাধীন একটি অংশ। পরে তারা বৈঠকও করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জোটের শরিক জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এনডিপির খন্দকার গোলাম মোস্তফা, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ