খেলাধুলা ডেস্ক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে সাকিব আল হাসান ও সৌম্য সরকার সেরা একাদশে থাকছেনই। তবে আজকের ম্যাচে কোচ নতুন কাউকে সুযোগ দিতে পারেন। সেক্ষেত্রে শুভাগত হোম, নুরুল হাসান সোহান কিংবা আবু হায়দার রনির অভিষেক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. মাহমুদউল্লাহ রিয়াদ
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. সাব্বির রহমান
৭. নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক)
৮. মাশরাফি মোর্তজা (অধিনায়ক)
৯. আরাফাত সানী
১০. মুস্তাফিজুর রহমান
১১. আল-আমিন হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘মার্সেল’।