সিসি নিউজ: সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে আর থাকতে চাচ্ছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি এই পদ থেকে পদত্যাগের জন্য নিজের ঘনিষ্ঠদের সঙ্গে পরামর্শ করছেন। জাতীয় পার্টির একাধিক কেন্দ্রীয় নেতা এই আলোচনার কথা স্বীকার করেছেন।
জাপা সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বৃহস্পতিবার সন্ধ্যার পর কাকরাইলস্থ জাপা অফিসে নিজের ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি এই পদ থেকে শারীরিক অসুস্থতাজনিত কারণে আর না থাকার আগ্রহের কথা ব্যক্ত করেন।
সূত্রের দাবি, সেখানে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, আরিফ খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ।
বৈঠকে উপস্থিত জাপার একাধিক নেতা এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাবলু সাহেব শুক্রবার দুপুরে এরশাদের সঙ্গে তার মহাসচিব পদ থেকে পদত্যাগের আগ্রহের কথা জানাবেন বলে তাদের জানিয়েছেন।’
জানা গেছে, পার্টির হঠাৎ চাঙা হওয়া গ্রুপিং, জিএম কাদেরের নেতৃত্বাধীন বিশাল অংশের বিরোধিতা, সম্প্রতি উত্তরবঙ্গের কয়েকটি জেলার কাউন্সিলে বাবলুর বদলে জিএম কাদেরকে প্রধান অতিথি করায় ভীষণ ক্ষুব্ধ বাবলু। এসব কারণেই তিনি আর এই পদে থাকতে চাচ্ছেন না।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা জাপার যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির বলেন, ‘বাবলু ভাই আসলে পিতার মৃত্যুতে শোকার্ত। তিনি নিজেও শারীরিকভাবে অসুস্থ। এসব নিয়ে আলোচনা করেছেন।’
পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার রাতে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন,‘ আসলে আমি অসুস্থ। আমার বাবা মারা গেছেন এসব বিষয় নিয়েই কথা বলেছি। জাপা তো আমার পরিবার। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছি।’
প্রসঙ্গত- জাপার একযুগের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে এরশাদ ২০১৪ সালের ১০ এপ্রিল জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছিলেন।