• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন |

জাতীয় গৃহায়ন নীতিমালা অনুমোদন

সংসদঢাকা: দেশের সব নাগরিকের জন্য আবাসন নিশ্চিত করতে চায় সরকার। এজন্য ‘জাতীয় গৃহায়ন নীতিমালা-২০১৬’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশের সকল নাগরিকের আবাসন সুবিধা, টেকসই মানব বসতির উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত এবং ধর্মীয় অনুশাসন, বনজ প্রাকৃতিক সম্পদের ব্যবহার, গৃহায়ন প্রকল্পকে গুরুত্ব দিয়ে এ নীতিমালার অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ব্রাজিলে পরিবেশ বিষয়ক সম্মেলনে এ ধরনের একটি পলিসি করার বিষয় উঠে আসে। ১৯৯৩ সালে এ নীতিমালার সংশোধন করা হয়, তারপর ১৯৯৯ সালে আইনটির আরো সংশোধন করা হয়। সবশেষে জাতীয় গৃহায়ন নীতিমালা-২০১৬ প্রণয়ন করা হয়।

সচিব জানান, গৃহায়নে সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেয়া, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ করা, বৃষ্টির পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, জোনিং পরিকল্পনাসহ অন্যান্য বিষয়গুলোকে চিহ্নিত করার কথা বলা হয়েছে এ নীতিমালায়।

শফিউল আলম বলেন, গ্রামীণ এলাকায় সরকারি খাসজমি, পতিত জমি নিয়ে একটি ভূমি ব্যাংক করবে সরকার। নীতিমালায় সেটি বলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ