• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন |

৬৯ আরোহী নিয়ে মিশরীয় বিমান নিখোঁজ

বিমানআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিশরের রাজধানী কায়রো যাওয়ার পথে ৬৯ যাত্রী নিয়ে মিশরের একটি বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। ইজিপ্টএয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটিতে ৫৯জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিল বলে বিমানসংস্থাটি এক টুইটে জানিয়েছে। মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় ২৩টা ০৯টি মিনিটে বিমানটি নিখোঁজ হয়।

বোয়িং৭৩৭-৮০০ বিমানটি প্যারিসের চার্লস দা গল বিমানবন্দর থেকে বুধবার সন্ধ্যায় উড্ডয়ন করে এবং বৃহস্পতিবার সকালে এটি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। মিশরীয় আকাশসীমায় প্রবেশের ১০ মিনিট আগে এটি রাডার থেকে নিখোঁজ হয়। তখন বিমানটি ৩৭০০০ ফুট উচ্চতায় উড়ছিল।  ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইজিপ্টএয়ার জানিয়েছে, বিস্তারিত তথ্য পেলেই তা জানিয়ে দেয়া হবে।

সূত্র: বিবিসি, আলজাজিরা, বিএনও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ