• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন |

হোস্টেলে আগুন: ১৭ স্কুলছাত্রীর মৃত্যু

indexআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি স্কুলের ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় চিয়াং রাই প্রদেশে পিতাক্কিরাত উইত্তায়া স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় যখন অধিকাংশ ছাত্রী ঘুমাচ্ছিল, তখন এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীদের বয়স ৫ থেকে ১৩ বছর।

স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, অগ্নিকাণ্ডের সময় ওই হোস্টেলে ৩৮ জন ছাত্রী ছিল। এ ঘটনায় আরো দুই ছাত্রী নিখোঁজ রয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। পুলিশ কনস্টেবল প্রায়াদ সিংসিন জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা জানা যায়নি। তবে তদন্ত চলছে।

চিয়াং রাই প্রদেশের গভর্নর আরকম সুকাপান জানান, কিছু শিক্ষার্থী আগুন লাগার সময় জেগে ছিল। তাই তারা সরে যেতে সক্ষম হয়। ‘তবে অন্যরা ঘুমিয়ে ছিল। তারা আগুন টের পায়নি। তাই এত প্রাণহানি ঘটেছে,’ বলেন তিনি।

নিহতের লাশ চিহ্নিত করার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ ছাত্রীদের খোঁজ করা হচ্ছে বলে তিনি জানান।

পিতাক্কিরাত উইত্তায়া একটি প্রাইভেট স্কুল। এটির বেশির ভাগ শিক্ষার্থী স্থানীয় পাহাড়ি উপজাতি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ