• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন |

টাকায় মিলছে আওয়ামী লীগের নৌকা

নৌকাসিসি ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে চলছে মনোনয়ন-বাণিজ্য। এতে আওয়ামী লীগের দলীয় এমপি-নেতারা হচ্ছেন ‘আঙুল ফুলে কলাগাছ’। টাকা দিলেই মিলছে নৌকা প্রতীক। ত্যাগী নেতাদের টপকে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী প্রতীক পেয়ে যাচ্ছেন নবাগত ও সুযোগসন্ধানী নেতারা। প্রভাবশালী নেতাদের আত্মীয়-স্বজন ও পদ-পদবিহীন অখ্যাত ব্যক্তি, এমনকি রাজাকারের সন্তানও হচ্ছেন দলীয় চেয়ারম্যান প্রার্থী। জমি লিখে দিয়ে মনোনয়ন পেয়েছেন জেএমবি সদস্য। এ থেকে পাওয়া টাকা দিয়ে নতুন গাড়ি ও মোটরসাইকেল কিনেছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা- এমন অভিযোগও উঠেছে। এসব বিষয় বিক্ষুব্ধ করে তুলছে সাধারণ নেতাকর্মীদের। ক্ষোভের জের ধরে অনেক জায়গাতেই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে ভাংচুর হয়েছে দলীয় কার্যালয়ও। ২২ মার্চ থেকে শুরু হওয়া ছয় ধাপের ইউপি নির্বাচনে এ পর্যন্ত চার ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। ২৮ মে পঞ্চম ও ৪ জুন ষষ্ঠ ধাপ মিলিয়ে শেষ দু’ধাপের নির্বাচন আসন্ন। প্রথম চার ধাপে ইউপি চেয়ারম্যান মনোনয়ন দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার যে অভিযোগ উঠেছিল, শেষ দু’ধাপে তা আরও ভয়াবহ আকার নিয়েছে। ক্ষমতাসীন দলের মনোনয়ন বাগাতে মরিয়া হয়ে কিছু ব্যক্তি অকাতরে টাকা ঢালছেন। এ সুযোগে হাত খুলে ‘টুপাইস’ কামিয়ে নিচ্ছেন প্রভাবশালী এমপি-নেতারাও। সব মিলিয়ে ইউপি নির্বাচনকেন্দ্রিক মনোনয়ন-বাণিজ্য জমজমাট হয়ে উঠছে।

স্থানীয় পর্যায়ে এমন অভিযোগ নিয়ে বিব্রত দলের হাইকমান্ড। গণমাধ্যমে খবর প্রকাশের পর কোনো কোনো ইউনিয়নে প্রার্থী বদল করে দেওয়া হচ্ছে। তার পরও অনৈতিক তৎপরতার লাগাম টেনে না ধরায় পরিস্থিতি থেকে উত্তরণ ঘটছে না। কেন্দ্র থেকে মনোনয়ন বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার কথা বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ প্রসঙ্গে বলেন, দলীয় মনোনয়ন নিয়ে ওঠা অভিযোগগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। মাঠপর্যায়ে খবর নিয়ে দেখা গেছে, মনোনয়নবঞ্চিত প্রার্থীরা মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। এর পরও এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জমি দিয়ে জেএমবি সদস্য পেলেন নৌকা প্রতীক : চতুর্থ ধাপে গত ৭ মে রাজশাহীর বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু রাজশাহী-৪ আসনের সরকারদলীয় এমপি এনামুল হকের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন তাকে শোকজ করার পাশাপাশি ভোট গ্রহণের মাত্র দু’দিন আগে সবগুলো ইউনিয়নের নির্বাচন স্থগিত করে দিয়েছে। এসব ইউপিতে পুনঃতফসিল ঘোষণা করা না হলেও এমপি এনামুল হকের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ বেড়েই চলেছে।

বাগমারার মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আসলাম আলী আসকান। কিন্তু অভিযোগ উঠেছে, এমপি এনামুল হক এক বিঘা জমি ও দশ লাখ টাকার বিনিময়ে প্রথমে সর্বহারা ও পরে জেএমবিতে নাম লেখানো আসলামের কাছে দলীয় প্রতীক নৌকা বিক্রি করেছেন। এতে ক্ষুব্ধ এমপি এনামুল হকের আপন ছোট ভাই রেজাউল হক সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

একইভাবে হামিরকুৎসা ইউনিয়নে জেএমবির আরেক সদস্য আনোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর আগে গত ৩ মে ‘জেএমবি সদস্য পেলেন আ’লীগের মনোনয়ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে প্রধানমন্ত্রীর নির্দেশে একই জেলার গোয়ালকান্দি ইউনিয়নের দলীয় প্রার্থী আবদুস সালামের মনোনয়ন বাতিল করা হয়। জেএমবি সদস্য আবদুস সালামকে মনোনয়ন পাইয়ে দিতে এমপি এনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তার কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এমপি এনামুল হকের ছোট ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল হকের অভিযোগ, ‘মাড়িয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়ার পরই আসকান আলী পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী তার বড় ভাই এনামুল হকের স্ত্রী তহুরা হকের নামে ৩৩ শতাংশ ১৩ ছটাক (এক বিঘা) জমি রেজিস্ট্র্রি করে দিয়েছেন। হায়াতপুর মৌজার ওই জমিটির দাম কমপক্ষে ২০ লাখ টাকা।’

মাড়িয়া ও হামিরকুৎসাসহ বাগমারার ১৬টি ইউনিয়নের ১৫টিতেই লাখ লাখ টাকার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে এমপি এনামুল ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। ফলে মনোনয়নবঞ্চিতরা ১৩টি ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এমপির ভাই রেজাউল হকসহ ১১ জন বিদ্রোহী প্রার্থী সংবাদ সম্মেলন করেও এমন অভিযোগ তুলে ধরেছেন।

অন্যদিকে দীপপুর ইউনিয়নের টানা পাঁচবারের চেয়ারম্যান আবদুল হামিদ এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভে তার ছেলে মখলেছুর রহমান দুলাল বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দুলালের অভিযোগ, ‘৩৫ লাখ টাকার বিনিময়ে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে বিকাশ চন্দ্র ভৌমিককে।’ গনিপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান হারুন অর রশীদের বদলে প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টি কর্মী এনামুল হককে। টাকার বিনিময়ে তাকে দলীয় প্রার্থী করার অভিযোগ উঠেছে। জুগিপাড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বদলে মনোনয়ন দেওয়া হয়েছে এমপি এনামুল হকের বড় ভাইয়ের শ্যালক মাজেদুল ইসলাম সোহাগকে। বিদ্রোহী প্রার্থী হারুনের অভিযোগে বলেন, ‘সোহাগের কাছ থেকে তিন বিঘা জমি নিয়ে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি।’

এমপি এনামুল হক অবশ্য মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে সমকালকে বলেছেন, ‘যারা অভিযোগ করছেন, তারা কেউই নৌকার লোক নন। তাদের কাছে নৌকা নিরাপদ নয় বলেই দলীয় মনোনয়ন পাননি।’ জমি ও টাকার বিনিময়ে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের টাকার প্রয়োজন ছিল বলে জমি বিক্রি করেছে। আর আমাদের জমির প্রয়োজন ছিল বলে কিনে নিয়েছি। স্বজনপ্রীতি করলে ছোট ভাইকে মনোনয়ন দিতাম, তাকেও দেইনি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, কারও কাছ থেকে টাকা নিয়েছি এমন অভিযোগ থাকলে তা প্রমাণ করুক।’

রাজাকারের সন্তান ও হত্যা মামলার আসামিও প্রার্থী :ষষ্ঠ ধাপের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের ক্ষোভ বাড়ছে। এর মধ্যে মশাখালী ইউপি নির্বাচনে স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান মোস্তফা কামাল মনিকে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা। রাওনা ইউনিয়নে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা শাহাবুল আলমকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। চর আলগী ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে ডলার ব্যবসায়ী মাসুদুজ্জামানকে। অর্থের বিনিময়ে এরা দলীয় মনোনয়ন পেয়েছেন_ এমন অভিযোগে সোচ্চার নেতাকর্মীরা।

আত্মীয়করণে এমপি-নেতা : ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নে স্থানীয় এমপি অধ্যাপক ডা. এম আমান উল্লাহর ভাতিজা সারোয়ার রব্বানী ব্রিটিশ এবং মলি্লকবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফার ভাগিনা এসএম আকরাম হোসেনকে দলীয় প্রার্থী করা হয়েছে। এ দুই ইউনিয়নসহ ভালুকার ১১টি ইউনিয়নের নির্বাচনেই দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে কয়েক কোটি টাকার অভিযোগ উঠেছে এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে মনোনয়নবঞ্চিতরা সেখানে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আর হবিরবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন অভিযোগ করেছেন, ‘হবিরবাড়ি ইউনিয়নে যিনি দলীয় মনোনয়ন পেয়েছেন, শুনেছি তিনি মনোনয়নের জন্য প্রায় কোটি টাকা ব্যয় করেছেন।’

বারবার চেষ্টা করেও এমপি অধ্যাপক ডা. এম আমান উল্লাহর মন্তব্য নেওয়া যায়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনিয়মের সুযোগ নেই। কেননা প্রতিটি ইউনিয়নের জন্য আলাদা সভা ও ভোটের মাধ্যমে নির্বাচিতদের নাম পাঠানো হয়েছে।’

মনোনয়নের টাকায় গাড়ি-মোটরসাইকেল : পঞ্চম ধাপে অনুষ্ঠেয় বগুড়ার কাহালু উপজেলার ৯টি ইউনিয়নের সবক’টিতে মনোনয়ন দিতে কমবেশি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। আর টাকা দিয়েই কাহালু উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ নিজের জন্য গাড়ি ও ছেলের জন্য মোটরসাইকেল কিনেছেন। এ অভিযোগে সোচ্চার মনোনয়নবঞ্চিত প্রার্থীরা। উপজেলার পাইকড় ইউনিয়নের দলীয় বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন নান্নুর অভিযোগ, ‘উপজেলার ইউনিয়নগুলোতে যে মনোনয়ন বাণিজ্য হয়েছে, হেলাল উদ্দিন কবিরাজের নতুন গাড়ি আর তার ছেলের দামি মোটরসাইকেল কেনাতেই তার প্রমাণ মেলে।’

অবশ্য হেলাল উদ্দিন কবিরাজ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘যারা মনোনয়ন পায় তারা খুশি হন, আর যারা পান না তারা মনোকষ্ট থেকে অনেক কিছু বলতেই পারেন।’

তৃণমূলের সুপারিশ আমলে আসছে না : মনোনয়ন নিয়ে প্রভাবশালী নেতারা তৃণমূলের সুপারিশকেও আমলে আনছেন না। দলীয় একক প্রার্থী নির্ধারণে তৃণমূলের সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠানোর কথা থাকলেও অনেক জায়গাই ‘টাকা খেয়ে’ তা না করার অভিযোগ পাওয়া গেছে।

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে তৃণমূলের ১৬ ভোটের মধ্যে ১৩ ভোট পান তানবীরুজ্জামান তানবীর। কিন্তু স্থানীয় নেতাদের সুপারিশে দলীয় মনোনয়ন পান আবদুল হাই প্রামানিক। ২৫ এপ্রিল আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে পঞ্চম ধাপের দলীয় প্রার্থী তালিকা ঘোষণাকালে মনোনয়ন না পাওয়ার বিষয়টি জানতে পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন তানবীর। তিন দিন পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি।

রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, দলের জেলা-উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটেই আবদুল হাই চেয়ারম্যান পদে মনোনীত হন। টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ মিথ্যা।

ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন তৃণমূলের মতামতে মনোনীত হলেও মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুলকে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ও পদ-পদবিহীন মুকুলকে নৌকা প্রতীক দেওয়ার অভিযোগ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একইভাবে হরিরামপুর ইউনিয়ন সভাপতি আবু সাঈদ তৃণমূলের ভোটে নির্বাচিত হলেও টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মেজবাউল আলম চাঁন মিয়াকে। অবশ্য টাকার বিনিময়ে মনোনয়ন নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুল ও মেজবাউল আলম চাঁন মিয়া।

মনোনয়ন বাণিজ্যে নিয়ে মুখোমুখি নেতারা : ইউপি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে সম্প্রতি দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন ভূমি প্রতিমন্ত্রীর অনুসারীরা। তাদের এ নালিশ গেছে আওয়ামী লীগের হাইকমান্ড পর্যন্ত।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের দাবি, ‘নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিমন্ত্রী জাবেদ নিজের পছন্দ মতো দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছেন।’ ভূমি প্রতিমন্ত্রীর অনুসারী ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জামাল আহমেদ অভিযোগ করে বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে দক্ষিণ জেলা সভাপতি-সাধারণ সম্পাদক কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির সমর্থকদের কাছে ফরম বিক্রি করছেন।’

এভাবে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ও পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত পঞ্চম ও ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউপি নির্বাচনে ভাগাভাগি করে প্রার্থী চূড়ান্ত করেছে দলীয় হাইকমান্ড। চরপাথরঘাটা, চরলক্ষ্যা, জুলধা ও বড়উঠানে জেলা আওয়ামী লীগের পছন্দের প্রার্থীকে এবং শিকলবাহা ইউনিয়নে প্রতিমন্ত্রী জাবেদের অনুসারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

উৎসঃ   সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ