• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন |

আইপিএলে কে কী পুরস্কার পেলেন

ipl-prizeখেলাধুলা ডেস্ক: আইপিএলের দেড় মাসেরও বেশি ধরে চলা চার-ছক্কার ধুম-ধাড়াক্কা লড়াই শেষ। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে দিয়ে আইপিএল নবম আসরের চ্যাম্পিয়ন হয়েছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দারাবাদ।
শ্বাসরূদ্ধকর ফাইনাল শেষে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদের জাতে ট্রফি ছাড়াও তুলে দেয়া হলো ১৫ কোটি রুপির চেক। রানারআপ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতলো ১০ কোটি রুপি। সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমান জিতলেন ১০ লাখ রুপির পুরস্কার।

এক নজরে দেখে নেয়া যাক এবারের আইপিএলে কে কী পুরস্কার এবং কত জিতলেন

১. ফেয়ার প্লে ট্রফি: সানরাইজার্স হায়দারাবাদ, একটা ট্রফি।
২. সেরা উদীয়মান ক্রিকেটার : মুস্তাফিজুর রহমান, ১০ লাখ রুপি এবং ট্রফি।
৩. দ্রুতগতির হাফ সেঞ্চুরি : ক্রিস মরিস, ১৭ বলে। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৪. আইপিএলের ইয়েস ব্যাংক ম্যাক্সিমাম: বিরাট কোহলি, ট্রফি এবং ১০ লাখ রুপি।
৫. সবচেয়ে বেশি ক্যাচ ধরে সেরা ফিল্ডার: এবি ডি ভিলিয়ার্স। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৬. সবচেয়ে গ্ল্যামারার্স শট খেলেছেন: ডেভিড ওয়ার্নার। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৭. আসরের সেরা ক্যাচ : সুরেশ রায়না, ট্রফি এবং ১০ লাখ রুপি।
৮. সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ : বিরাট কোহলি (৯৭৩ রান), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
৯. সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক হিসেবে পার্পল ক্যাপ : ভুবনেশ্বর কুমার (২৩ উইকেট), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
১০. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : বিরাট কোহলি, ১০ লাখ রুপি এবং ট্রফি।
১১. রানারআপ : আইপিএলের ফাইনালে পরাজিত ব্যাঙ্গালুরুকে প্রাইজ মানি দেয়া হয়েছে ১০ কোটি রুপি।
১২ আইপিএলের চ্যাম্পিয়ন হিসেবে সানরাইজার্স হাদারাবাদ পেলো ১৫ কোটি রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ