• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন |

স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু

Tangailসিসি ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ সেই গৃহবধূ সোমা আক্তার (২৪) ৪ দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি।
ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিক জানান, রুহুল আমিন এর আগেও ৫টি বিয়ে করেছিল। সে পেশায় একজন ড্রাইভার। রোববার গৃহবধূ সোমা তার ঘরে ঘুমাচ্ছিলেন। ভোর ৫ টার দিকে স্বামী রুহুল আমীন হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত স্ত্রী সোমার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে সোমার আর্তচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। কিন্তু তার শরীরের ৯৮ ভাগ পুড়ে যাওয়ায় ৩ দিন চিকিৎসার পর ঢামেক কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেন। এরপর তাকে বাড়িতে আনার পরদিন বৃহষ্পতিবার তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ