খেলাধুলা ডেস্ক: গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলকে বিদায় করে চমক উপহার দিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিল পেরু। কিন্তু কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখিতে শেষ হাসি হাসতে পারেনি দলটি।
শনিবার সকালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে পেরুকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কলম্বিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে সেমিতে যাওয়ার স্বপ্নে বিভোর ছিল পেরু। কিন্তু পুরো সময় ধরে দারুণ লড়াই করলেও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। আর পেনাল্টি শুটআউট ভাগ্যে জয় নিশ্চিত হওয়ায় দীর্ঘ এক যুগ পর কোপার সেমিফাইনালে উঠার স্বপ্ন পূরণ হলো কলম্বিয়ার।
শনিবার সকালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। এই সমতা ভাঙতে দুই দুল মুখোমুখি হয় স্পট কিকে। তবে সেখানে চাপকে জয় করতে পারেনি পেরুর খেলোয়াড়রা। কলম্বিয়া টানা চারটি শটে পেরুর জালে বল পাঠালেও বিপরীতে পেরু সফল হয়েছে মাত্র দুই বার।
টাইব্রেকারে প্রথম দুটি শটে সমতা থাকে। কলম্বিয়ার পক্ষে রদ্রিগেজ ও জুয়ান গুলারেমিয়ো গোল করেন। আর পেরুর পক্ষে গোল পান রাউল মারিও এবং রেনাটো টাপিয়া। তৃতীয় শটে কলম্বিয়াকে এগিয়ে নেন মোরেনো গ্যালিন্ডো। কিন্তু ব্যর্থ হন পেরুর মিগুয়েল অ্যাঞ্জেল। তার শর্ট কলম্বিয়ার গোলরক্ষক ওসপানিও রুখে দেন।
চতুর্থ শটে কলম্বিয়ার পেরেজ কার্ডোনা গোল পেলেও পেরুর আলবার্ট কুয়েভা ব্রাভো বারের উপর দিয়ে মারেন। এতে ৪-২ ব্যবধানে সেমিফাইনালে উঠে যায় কলম্বিয়া। সেমিফাইনালে মেক্সিকো অথবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে খেলতে হবে কলম্বিয়াকে।