প্রযুক্তি ডেস্ক: এবার আমেরিকায় ভিন্ন ধরনের ড্রোন তৈরি করে বিশ্বকে চমকে দিল এক চীনা সংস্থা। সংস্থাটি এমন ড্রোন তৈরি করেছে যে, কোনো মানুষ ছাড়াই রিমোট কন্ট্রোলে নির্দিষ্ট টার্গেট নিয়ে ছুটে যায়। তা সে আকাশেই হোক বা সমুদ্রে।
এছাড়াও এই ড্রোনে মানুষও উঠতে চলেছে। ড্রোন মানুষকেও বহন করতে সক্ষম।
জানা গেছে, হাই টেক নজরদারিতেই হোক বা জঙ্গিঘাঁটিতে হামলা, ড্রোন এখন সর্বত্রই বড় হাতিয়ার। এই প্রথম আমেরিকায় এমন ড্রোন তৈরি করে ফেলল এক চীনা সংস্থা।
ইহাং-১৮৪ নামের ড্রোনটিতে একজন চড়তে পারবে। এটি ২৩ মিনিট আকাশে উড়তে পারবে, যেতে পারবে ১০০ কিলোমিটার দূরত্বে।
সূত্র: আইবিটি