• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন |

নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় রাজি কানাডা

nur-chowdhury_33801সিসি নিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে বাংলাদেশ ও কানাডা রাজি হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার মন্ট্রিলের হায়াত রিজেন্সি হোটেলে কানাডা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশ নূর চৌধুরীর বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্রসচিব বলেন, কানাডা থেকে নূর চৌধুরীকে প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসবেন এবং এর উপায় খুঁজে বের করবেন।
তিনি বলেন, এই আলোচনার লক্ষ্য হচ্ছে, নূর চৌধুরীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ