• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন |

সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রজেক্ট এক্সিবিশন

সিসি নিউজ : দিনব্যাপী প্রজেক্ট এক্সিবিশন ( প্রদর্শনী) হয়েছে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট)। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাউস্টের ইলেকট্রনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ওই এক্সিবিশনের আয়োজন করেন। বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত প্রদর্শনীতে মোট ১৭টি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপিত হয়।
বাউস্টের ইইই বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক আশরাফুন্নাহার পিংকী জানান, শিক্ষার্থীরা প্রতিনিয়ত যা শিখছেন তারই নান্দনিক প্রকাশ হচ্ছে ওই প্রদর্শনী। প্রদর্শনীতে ১৭টি প্রজেক্ট উপস্থাপিত হয়েছে। এর অন্যতম হলো সিকিউরিটি সিস্টেম ডিভাইস, পানির স্তর নির্ণয়ে রেইন অ্যালার্ম অ্যান্ড পাম্প অটোমেশন, তাপমাত্রা নির্ণয়ক ইত্যাদি।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ইমামুল হুদা প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নাসিম আহমেদ, অধ্যাপক মো. মামুর-উর-রশিদ, প্রজেক্ট এক্সিবিশনের সুপারভাইজার সহকারি অধ্যাপক মো. সাহিদ ইকবাল, প্রভাষক মাকসুদুর রহমান প্রমুখ। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ