• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:০৪ অপরাহ্ন |

৯৮ কলেজের অনুমতি বাতিলে চিঠি

সিসি ডেস্ক: কলেজ খুলে বসে আছে কিন্তু বছরের পর বছর সেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। আবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করেনি এমন কলেজও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতাসীন দলের নেতাদের নামেও গড়া প্রতিষ্ঠান রয়েছে। এমন ৯৫টি কলেজের পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি বা এমপিও বাতিলে চিঠি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
জানা গেছে, ঢাকা বোর্ডের অধীনে ৯৫টি কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। তিনটি কলেজে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্ষেত্রমতো কেন এসব প্রতিষ্ঠানের অনুমতি/একাডেমিক স্বীকৃতি/এমপিও বাতিল করা হবে না আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড। কর্তৃপক্ষ বলছে, মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে কলেজ চলছে। সেখানে এমপিও সুবিধাপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা শিক্ষার্থীর চেয়ে বেশি। এতে প্রতি মাসে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে।
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণরা ফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। অনলাইনে আবেদনের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পান। ঢাকা বোর্ডের অধীনে তিনশ’র অধিক কলেজে একজন শিক্ষার্থীও ভর্তি হতে অনলাইনে আবেদন করেনি। এরমধ্যে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি ঢাকা বোর্ডের এমন ৯৫টি কলেজ হচ্ছেÑ বালুঘাট হাইস্কুল অ্যান্ড কলেজ, নাখালপাড়া হোসেন আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, আইডিয়াল ল্যাবরেটরি কলেজ, হাক্কানী মিশন মহাবিদ্যালয়, কলেজ ফর অ্যাডভান্সড স্টাডিজ, নিউরাল কলেজ, ধানমন্ডি কলেজ, বাসাবো উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা এস এ বিএম কলেজ, নর্থ সাউথ কলেজ, উত্তরা সায়েন্স কলেজ, মেট্রোপলিটন মডেল কলেজ, লীডস কলেজ, চেতনা মডেল কলেজ, উইবট কলেজ, জাস্ট ইন্টারন্যাশনাল কলেজ, হ্যারিটেজ ইন্টারন্যাশনাল কলেজ, ইউরোপিয়ান কলেজ, ল্যান্ডমার্ক কলেজ, ইউনিভার্স কলেজ, লাইটহাউস কলেজ, আইকন কলেজ, ই. হক কলেজ, ইউনাইটেড গ্লোবাল কলেজ, সভরিন কলেজ, প্রিমিয়ার কলেজ, বিমস কলেজ, ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, ব্লুমিং ফøাওয়ার ইন্টারন্যাশনাল কলেজ, আলোড়ন কলেজ, দেশ আইডিয়াল কলেজ, কম্বাইন্ড কমার্স কলেজ, ইউ ইউ ল্যাবরেটরি কলেজ, কে সি মডেল কলেজ, শ্যামলী আইডিয়াল কলেজ, অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, দি এক্সিলেন্ট কলেজ, রেডিয়েন্ট কলেজ, সিসিইআর মডেল কলেজ, সেন্ট্রাল জেল (প্রাইভেট) কলেজ, অক্সফোর্ড কলেজ, ব্লু মাউন্টেন কলেজ, নবারুন কলেজ, প্রাইম স্কলার্স কলেজ, আল ফরুকান ইংলিশ হাইস্কুল অ্যান্ড গালর্স কলেজ, জে কে কলেজ, কেরানীগঞ্জের জাজিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ধামরাইয়ের বঙ্গবন্ধু কলেজ, হাড়িনাল হাইস্কুল অ্যান্ড কলেজ, পূবাইল কমার্স কলেজ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কলেজ, নয়ানগর মহিলা কলেজ, লেসন কমার্স কলেজ, আলহাজ ধনাই বেপারী মহিলা কলেজ, টিপু সুলতান কলেজ, ভাওয়াল মির্জাপুর পাবলিক কলেজ, বিজয় কলেজ, ইক্বরা কমার্স কলেজ, কাইমুন্নেসা কলেজ, আব্দুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজ, বাঁশগাড়ী কলেজ, মুন্সীগঞ্জ কলেজ, সমষপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মানিগঞ্জের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, বরুন্দি রাকিব আহমেদ কলেজ, অক্সফোর্ড একাডেমি, গোলাইডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জান্না মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,  কচুয়া পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইলের মেজর মাহমুদুল হাসান হায়ার সেকেন্ডারি স্কুল, কাউলজানি কলেজ, পানকাটা ইসলামিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিটিউট অ্যান্ড কলেজ, কানাইপুর কলেজ, অকোটেরচর এস সি উচ্চবিদ্যালয় ও কলেজ, কবিরহাট পৌর মহিলা কলেজ, আলিয়াবাদ গিয়াসউদ্দিন আহমেদ কলেজ, মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. আজিজুর রহমান কলেজ, আহমেদ আলী মৃধা কলেজ, টুংগীপাড়ায় বর্ণী উচ্চমাধ্যমিক বিদ্যালয়, গোহাইলকান্দি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ময়মনসিংহের ফুলপুরের বকশীমূল কলেজ, রিফ্লেম মডেল কলেজ, পাবিয়াজুরি হায়ার সেকেন্ডারি স্কুল, গৌরীপুর পাবলিক কলেজ, আনোয়ার আইডিয়াল কমার্স কলেজ, হাজীগঞ্জ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, অ্যাম্বিশন মডেল কলেজ, জামালপুরের বাটিকামারী মাধ্যমিক বিদ্যালয়, ইসলামপুরের এসএনসি আদর্শ কলেজ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার কলেজ ও বিষ্ণুপুর খন্দকার বারি কলেজ।
২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার শূন্য কলেজগুলো হচ্ছে গাজীপুরের নয়ানগর মহিলা কলেজ, ফরিদপুরের নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জের কালিয়াচরে আবুল কাশেম কলেজ।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ছাত্রছাত্রী নেই, প্রতিষ্ঠান খুলে বসে আছে। কোনো কোনো কলেজে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে এমপিও সুবিধা পাচ্ছে। এতে রাষ্ট্রীয় অপচয় হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে। ৯৮টি কলেজকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে। সেসব প্রতিষ্ঠানের জবাব পাওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে। অনেক কলেজ বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান। মানবকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ