• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন |

প্রজ্ঞাপন জারি: জঙ্গি সংগঠন আনসার-আল ইসলাম নিষিদ্ধ

সিসি নিউজ: জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থী। ইতিমধ্যে তাদের কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে।
পুলিশের ভাষ্যে, দেশের বিভিন্ন ব্লগার হত্যার দায় স্বীকারকারী ‘আনসার-আল ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম।
উল্লেখ্য যে, গত বছরের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা ও মোহাম্মদপুরে এবং ২৭ ফেব্রুয়ারি উত্তরার দক্ষিণখানে আনসার আল ইসলামের তিনটি আস্তানার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বোমা তৈরির উপাদান, নিজস্ব প্রযুক্তিতে হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়। একই সঙ্গে সংগঠনটির বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। যার মাধ্যমে সংগঠনটির নতুন নাম আনসার আল ইসলাম বলে জানা যায়।

নতুন করে নিষিদ্ধ আনসার-আল ইসলাম নিজেদেরকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দা নেটওয়ার্কের ভাবাদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ শাখা হিসেবে দাবি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ