• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন |

ডোমারে বিদ্যুতের তার ছিড়ে গৃহবধুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার ছিড়ে লতিফা বেগম (৩৫) নামের তিন সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ি হাট যমুনা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। লতিফা বেগম ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লতিফা বেগম গোমনাতী আমবাড়ী পিডিবি’র ১১ হাজার ভোল্টেজের মেইন লাইনের পাশ দিয়ে ছাগল নিয়ে হাঁটছিল। এমন সময় আকস্মিকভাবে মেইন লাইনটি ছিড়ে তার গায়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই লতিফা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে ডোমার বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, বিদ্যুতের এ তারগুলো অনেক পুরনো। ইরিগেশন মৌসুমে বিদ্যুতের বেশী সরবরাহের কারণে তারগুলো হিট হয়ে ওই তারটি ছিড়ে গেছে। এছাড়াও প্রতিনিয়ত ছোটখাট দূর্ঘটনা ঘটে আসছে। তারগুলো সংস্কার করলে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে তিনি মনে করেন। গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ