• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০০ অপরাহ্ন |

অগ্রণী ব্যাংক দিনাজপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি: অগ্রণী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা , ক্রীড়া ও ব্যাংকের পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুকান্তি বিকাশ সান্যাল।
অগ্রণী ব্যাংক দিনাজপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মোজতাহেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মোসলিম উদ্দিন, অগ্রণী ব্যাংক রংপুর অঞ্চল প্রধান মো. মোস্তফা ই কাদির, ব্যাংকের রংপুর মূখ্য শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মকবুল হোসেন, ব্যাংকের অফিসার সমিতির সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার রায়, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মো. মোছাদ্দেক হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক মালদহ্পট্টি শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. এনায়েত হোসেন, ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক রমেশ চন্দ্র বিশ্বাস, ব্যাংকের পুলহাট শাখার ব্যবস্থাপক শ্যামল কুমার সরকার, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও দিনাজপুর স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মো. দিলাওয়ার হোসেন শাহ, অগ্রণী ব্যাংক দিনাজপুর অঞ্চলের সিবিএ সভাপতি মো. আশরাফ আলী মিন্টু, সেক্রেটারী মো. মোকারম হোসেন, কার্যকরী সভাপতি মো. আওয়াল বক্সসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মশাল দৌড়, দৌড়, ভারসাম্য দৌড়, চাকতি নিক্ষেপ, লোহ গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দ্রুত হাটা, প্রীতি ফুটবল, যেমন খুশি তেমন সাজোসহ ২৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। সব শেষে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুকান্তি বিকাশ সান্যাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ