• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২২ অপরাহ্ন |

রাজারহাটে ফায়ার সার্ভিস ষ্টেশনের প্রস্তাবিত স্থান চুড়ান্ত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ ৬ বছর ধরে রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন করার বরাদ্দ এলেও প্রস্তাবিত স্থান চুড়ান্ত না হওয়ায় ৬ বছরেও তা আলোর মুখ দেখেনি উপজেলাবাসী। বর্তমান ইউএনও মো. রফিকুল ইসলাম যোগদানের পর থেকে ফায়ার সার্ভিস ষ্টেশনের প্রস্তাবিত স্থান অবশেষে বৃহস্পতিবার চুড়ান্ত করেছেন। সদর ইউপির চাঁন্দামারী মৌজার চাকিরপশার বিল সংলগ্ন এলাকায় ৩৩ শতাংশ জমি চুড়ান্ত করেন। গতকাল প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন-কুড়িগ্রামের এডিসি (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক সহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার অফিসার্স ক্লাবে ৭টি ইউনিয়নে গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হবিবুর রহমান হবির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস.এ বাবলু, সহসভাপতি প্রভাষক স্বর্ণকমল মিশ্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সদস্য মো. রফিকুল ইসলাম, শিক্ষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল এটম, ইউপি কমিটির পক্ষে প্রহলাদ মন্ডল সৈকত, তৌহিদুর রহমান, ধনঞ্জয় সরকার (জয়) প্রমূখ।
রাজারহাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে অভিভাবক সমাবেশ ও মিড ডে মিল চালু করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. নুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, ভুমি কমিশনার সহকারী এস এম নাজিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিখিল চন্দ্র রায়, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হবিবুর রহমান হবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সহ. অধ্যাপক দিলরুবা বেগম, সাবেরা সুলতানা হ্যাপী, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু,  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ