• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন |

এসএ টিভির চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

য‌শোর : বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যশোরের একটি আদালত।

বৃহস্পতিবার (২০জুলাই) দুপুরে এক‌টি মানহানী মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবির গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এসএ টিভির যশোরের সাবেক প্রতিনিধি অনুব্রত সাহা মিঠুনের দায়েরকৃত মামলায় এই প‌রোয়ানা জা‌রি করা হয়।

মামলার আসামিরা হলেন, এসএ টিভির চেয়ারম্যান ফরিদা পারভীন, এমডি সালাহ উদ্দীন আহম্মেদ, ডিএমডি সেলিনা আক্তার, পরিচালক নূরে আলম রুবেল, শিরিন আক্তার ও সামছুর আলম।

বাদির আইনজীবী দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, অনুব্রত সাহা মিঠুন গত বছরের ১৯ ডিসেম্বর রেজিস্ট্রি চিঠির মাধ্যমে এসএ টিভি থেকে যথাযথ উপায়ে অব্যাহতি নেন। এরপর ফিরিয়ে দেন পরিচয়পত্র, লোগোসহ যাবতীয় মালামাল।
এরপর গত ২৩ ডিসেম্বর এসএ টিভি কর্তৃপক্ষ একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে।

এ ঘটনায় অনুব্রত সাহা মিঠুন বাদি হয়ে ২৬ ডিসেম্বর যশোর সিনিয়র জুডিসিয়াল আমলি সদর আদালতে একটি মানহানি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ