• বুধবার, ০৮ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

ইবিতে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপনে ছাত্র মৈত্রীর র‌্যালি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। মঙ্গলবার দুপুর ১২ টায় দলীয় টেন্ট থেকে র‌্যালীটি শুরু হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবীবের নেতৃত্বে দুপুর ১২টায় র‌্যালী শুরু হয়। র‌্যালীটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

১৯১৭ সালের ১৭ অক্টোবর সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব সাধিত হয়। এই রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে এ র‌্যালী ও সমাবেশ করে তারা।

যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা শাখা ছাত্রমৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইশতিয়াক খান শশী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান যুবায়ের, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাকিব সায়েম।

সমাবেশে কুষ্টিয়া জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ইশতিয়াক খান শশী বলেন, “সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব সাধিত হওয়ার পর সমাজের আমূল পরিবর্তন হয়েছিল। সেখানে একজন শিশু জন্ম নেয়ার পর থেকেই রাষ্ট্র তার স্নাতক সম্মান অর্জন পর্যন্ত ভরণ পোষনের দায়িত্ব নেয়। আর আমাদের দেশে শিক্ষার্থীদের কাছে ভ্যাট নেয়া হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার আহ্ববায়ক মোরশেদ হাবিব বলেন, যুগে যুগে শ্রমিক শ্রেণী বঞ্চিত হয়ে আসছে, তাদের অধিকার বলতে শুধু ভোট দেয়া। ভোট শেষে তাদের আবার ছুড়ে ফেলা হয়,

তিনি আরো বলেন, শিক্ষাকে এককেন্দ্রিক করার পায়তারা চলছে, শিক্ষাকে নিয়ে বানিজ্য করা হচ্ছে যা অত্যন্ত লজ্জ্বাজনক। আমরা চাই শ্রমিককে তার নায্য অধিকার দেওয়া হোক এবং শিক্ষাক্ষেত্র থেকে সকল প্রকার বানিজ্য বন্ধ করা হোক।

র‌্যালী ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর মোশাররফ হোসেন অনুষদের আহ্বায়ক আখতার হোসেন আজাদ, অনুষদ ভবনের আহ্বায়ক শামিমুল ইসলাম সুমন, সবুজ, মোরশেদ, আসিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ