• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন |

পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের মুক্তমিলনে পাখি পরিচিতি (ভিডিও)

সিসি নিউজ: ‘ভ্রাতৃত্ব উন্নয়নে স্কাউটিং’ এ শ্লোগানে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে ৪ দিন ব্যাপী স্কাউটদের মুক্তমিলন ক্যাম্পিং সমাবেশ রোববার শেষ হয়েছে। সৈয়দপুর রেলওয়ের পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের ৩৪ বছরপূর্তিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঢাকা, খুলনা, লালমনিরহাট, পাকশী, বোনারপাড়া, পার্বতীপুর ও সৈয়দপুর মুক্তদলের ১৬টি ইউনিট অংশ নেয়। ২২ ফেব্রুয়ারী নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম ক্যাম্পিং সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সৈয়দপুর রেলওয়ে মাঠে ১৬টি ইউনিটের ১৪৪ জন মুক্তদলের সদস্যরা তাবুতে অবস্থান করে ডিসপ্লে, সেমিনার, অঞ্চল ভিত্তিক সংস্কৃতি সহ বিভিন্ন প্রতিযোগিতা অংশ নেয়।
শনিবার সন্ধায় মহা তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবোধায়ক মুহাম্মদ কুদরত-ই-খুদা।
মুক্তমিলন মেলায় শিশুদের সাথে পাখি পরিচিতি ঘটাতে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন গড়ে তুলেছে সেলফি জোন। যেখানে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক পাখির ছবি প্রদর্শিত হচ্ছে। এসব ছবির নিচে পাখির নামও দেওয়া হয়েছে। যার ফলে খুব সহজে শিশুরা পাখি চিনতে ও ছবি তুলছে।
পাখি দেখতে আসা সৈয়দপুর থানার এসআই আব্দুস সোবহান জানান, ‘পাখি প্রকৃতির অংশ। তাই পাখির সাথে পরিচয় হওয়া গুরুত্বপূর্ণ। এজন্যে ছেলে-মেয়েকে নিয়ে পাখি দেখতে এসেছি’।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ