• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন |

গাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে

সিসি নিউজ, ১০ মে: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। ২৮ জুনের মধ্যে এ ভোটগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারকের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে নির্বাচন কমিশন, বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীরা শুনানিতে অংশ নেন। শুনানির শুরুতে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, সীমানা নির্ধারণের গেজেট প্রকাশ হয় ২০১৩ সালে। সে অনুযায়ী সিটি নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। পরে, রিটকারীর আইনজীবী জানান, সীমানা জটিলতায় ঢাকা ও গাজীপুর ২ সিটিতেই তাদেরকে কর দিতে হয়।
এছাড়া সীমানা নির্ধারণের গেজেটে ৬টি ইউনিয়নকে আরবান এলাকা ঘোষণা করা হয়নি। সীমানা জটিলতা নিয়ে এক রিটের পর, গত রোববার গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। আদেশ বাতিল চেয়ে আপিল করেন নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ