• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন |

ভোটে প্রার্থী বা রাষ্ট্রীয় পদে যেতে চান না ড. কামাল

ঢাকা, ২২ অক্টোবর।। নির্বাচনে প্রার্থী হওয়া বা রাষ্ট্রীয় কোন পদ পাওয়ার ইচ্ছা নেই বলে জানালেন ড. কামাল হোসেন। কোনো ষড়যন্ত্র নয়, সুষ্ঠু ভোটের জন্যই ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে উল্লেখ করে, এ নিয়ে বক্তব্যের ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের সংযত হওয়ার পরামর্শও তার।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমাজ গড়াই তার একমাত্র লক্ষ্য। এসময় নির্বাচন কমিশন ঢেলে সাজানো ও ইভিএম ব্যবহার বন্ধসহ ৭ দফা দাবি আবারও সামনে আনেন ঐক্যফ্রন্টের এই নেতা।
তিনি বলেন, জামায়াত ও ব্যক্তি তারেক রহমানের সঙ্গে জোটের কোনো সম্পর্ক নেই। ৭ দফা নিয়ে সরকারের সঙ্গে সংলাপের চিন্তা নেই জানিয়ে ড. কামাল বলেন, প্রাথমিকভাবে, জনমত গঠনে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ