• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০২ অপরাহ্ন |

চকবাজারের আগুনে নিহত ৬৪

সিসি নিউজ, ২১ ফেব্রুয়ারী।। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে অন্তত ৬৪ জন মারা গেছেন। দগ্ধ অন্তত ৪৫ জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আগুন রাসায়নিকের একটি গুদামে ছড়িয়ে পড়ায় ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করে। তবে ভোরের দিকে আবার তীব্রতা বেড়েছে আগুনের।
বুধবার রাতে সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকায় চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি আবাসিক ভবনে আগুনের সূত্রপাত। বিকট শব্দে একটি বিষ্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ভবনে। সেখানে রাসায়নিকের গুদাম, খেলনার দোকানসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন বেড়ে যায় কয়েকগুণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবাসিক ভবনটির নীচতলার একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্র, বলছে, গাড়ির সিলিন্ডার বিস্ফরণে আগুনের সূত্রপাত।
শুরুতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ধাপে ধাপে বাড়ে ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত ৩৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টায় নিয়োজিত হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এলাকার সরু রাস্তার কারণে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরীর কারণ এটি।
এদিকে ভয়াবহ এই আগুনে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের বেশিরভাগ ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য যান। অনেকে স্বজনের খোঁজে হাসপাতালে যান।
ঢাকা মেডিকেলের চিকিৎসকরা রাতে জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানান, দগ্ধ ১০ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ জানায়, আগুন লাগার পর ভবনের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। ওই সময় রাস্তায় থাকা গাড়িতেও আগুন ধরে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ