• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০০ অপরাহ্ন |

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আদালতে মামলা

সিসি ডেস্ক, ১৫ এপ্রিল।। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা গ্রহণ করেছে আদালত। এ ঘটনায় ওসি মোয়াজ্জেমের দায়িত্বে অবহেলা আছে কিনা তা তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।

এর আগে সোমবার সকালে ঢাকার সাইবার আদালতে দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে এই মামলা করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। পরে শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আদালত। নুসরাতকে আগুনে পোড়ানোর মামলার আসামিদের ধরতে গড়িমসির অভিযোগ ওঠার পর ১০ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী থানার দায়িত্ব থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।
ওই দিন রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। পরদিন ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, থানায় ওসির সামনে অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরতে গিয়ে অঝোরে কাঁদছেন নুসরাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ