• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন |

জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৬ এপ্রিল।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শুক্রবার বিকালে গণভবনে ব্রুনাই দারুস সালামে তিনদিনের সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান জানান, রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে স্থায়ী সমাধানে জোর দিয়েছেন ব্রুনাই সুলতান। জাপান, চীন, রাশিয়া ও ভারত মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান না নিলেও ব্রুনাই রোহিঙ্গা প্রত্যাবাসন চায়।
বিএনপির নির্বাচিতদের সংসদ সদস্যদের শপথ নিতে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা চাপ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী। আওয়ামীলীগ সভাপতির দাবি, ভোটারদের চাপেই শপথ নিতে চান বিএনপির নির্বাচিতরা। নুসরাত হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য ব্যবস্থা নিচ্ছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ