• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন |

হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালুর উদ্যোগ

সিসি ডেস্ক, ১৮ মে ।। কম খরচে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে সাধারণের চিকিৎসা ব্যয় কমবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ উদ্যোগে সাধুবাদ জানিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে জবাবদিহি নিশ্চিত হবে চিকিৎসকেরও।
সকাল-সন্ধ্যা অফিস থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারেন না অনেক কর্মজীবী। তাই দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যার পর প্রতিদিনই রোগীর ভিড় বেসরকারি হাসপাতলে। সেখানে চিকিৎসার খরচ ও রোগ নির্ণয় নিয়েও আছে বিস্তর অভিযোগ।
এবার সে সংকট সমাধানের উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বেসরকারি হাসপাতালের মতো সান্ধ্যকালীন সেবা মিলবে সরকারি হাসপাতালে। আর এজন্য বাড়তি পারিশ্রমিকও পাবেন চিকিৎসক।
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছেন, দ্বিতীয় শিফট চালু হলে অযথা পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় বন্ধ হবে। সঠিক সেবা পাবে রোগী। পাশাপাশি নিয়ন্ত্রণে রাখা যাবে চিকিৎসদেরও।
পাশাপাশি রোগীর দুর্ভোগ লাঘবে চিকিৎসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে হাসপাতালে পরিবেশ উন্নত করার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ