• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১১ অপরাহ্ন |

ডেঙ্গুতে জাহাঙ্গীরনগরের ছাত্রীর মৃত্যু

সিসি ডেস্ক, ২৭ জুলাই ।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী উ খেং নু রাখাইন ডেঙ্গুতে মারা গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে তার পরিবার জানায়। উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তার বাবা কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।

তার পরিবার জানায়, কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর কয়েকদিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে বাসায় চলে যান। জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।

প্রীতিলতা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা বলেন, জ্বরের কারণে প্রথমে সে জাহাঙ্গীরনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিল। এরপরে সাভারের এনাম মেডিকেল কলেজে ২দিন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেল। বিষয়টি দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ