• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০১ অপরাহ্ন |

নীলফামারীতে বিদ্যুৎ বিল বাংলায় করার দাবিতে অবস্থান কর্মসূচী

সিসি নিউজ, ২৪ ফেব্রুয়ারী।। বিদ্যুৎ বিল বাংলায় করার দাবিতে নীলফামারীতে একক অবস্থান কর্মসূচী পালন আইয়ুব আলী নামের এক ব্যাক্তি। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তিনি। দুপুর একটা পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি। ভাষার মাসে গণমানুষের প্রাণের দাবি ইংরেজী ভাষার পরিবর্তে বাংলা ভাষায় করতে হবে দাবি সম্বলিত ব্যানারের সামনে বসে একক দাবী জানান তিনি।
এসময় তিনি বলেন, একটি রিটের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ মে থেকে সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এছাড়া ২০১৮ সালের ৩০ আগস্ট বিদ্যুৎ বিল বাংলায় প্রস্তুত করতে অফিস আদেশ জারী করা হলেও আজও ইংরেজী ভাষায় বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে।
সবশেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তিনি। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান তা গ্রহন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ