• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন |

বর-কনে ও বিয়ের অতিথি সবাই হোম কোয়ারেন্টাইনে

চাঁদপুর, ২১ মার্চ ।। চাঁদপুরের একযুবক বিদেশ থেকে ফিরে বিয়েই করে ফেললেন। তবে শেষ রক্ষা হয়নি তার। নববধূসহ ওই বিয়েতে উপস্থিত হওয়া সবাইকে হোম কোয়ারেন্টিন মানতে হবে। শুধু তাই নয়, ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধের দায় স্বীকার করে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছে বরকে।
এমন ঘটনা ঘটেছে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের দক্ষিণ কল্যাণদী গ্রামে। সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা জানান, বাহরাইন থেকে এই যুবক গত ১১ মার্চ  গ্রামের বাড়িতে ফিরেন। আজ শুক্রবার দুপুরে কয়েকজন নিকটাত্মীয় নিয়ে পাশের গ্রামে বিয়ের আয়োজন সম্পন্ন করেন। পরে নববধূ নিয়ে নিজবাড়িতে ফেরার পথে এলাকাবাসীর নজরে পড়ে। এসময় তারা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানান।

একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছেন ইউএনও কানিজ ফাতিমা। এসময় ওই বিয়েতে উপস্থিত সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন তিনি। প্রবাসী বরকে শাস্তিস্বরূপ জরিমানা গুনতে হয় নগদ ২০ হাজার টাকা। এ ঘটনায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ