• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৩০ অপরাহ্ন |

সৈয়দপুরে ২ হাজার দরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান

সিসি নিউজ, ৩ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুরে আজ শুক্রবার (৩ এপ্রিল) পৌরসভা চত্ত্বরে ২ হাজার অতি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সৈয়দপুর পৌরসভার উদ্যোগে উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগামের (জরুরী সাড়া প্রদান) প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারকে এক হাজার পাঁচশত টাকা করে প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার, ব্র্যাকের আরবান প্রকল্পের রংপুর রিজিওনাল কো অর্ডিনেটর অপূর্ব সাহা, বিভাগীয় অফিসার (অবকাঠামো উন্নয়ন) হাফিজুর রহমান, পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাধারণ সম্পাদক এম এ করিম মিস্টার, সাপ্তাহিক নীলফামারী চিত্রের সম্পাদক মকসুদ আলম প্রমূ।
 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের কমিউনিটি আর্কিটেক্ট রাশেদুল হাসান,  নীলফামারী জেলা প্রতিনিধি লাইলুন নাহার,  সৈয়দপুর প্রোগ্রাম অর্গানাইজার আনোয়ার হোসেন, আব্দুল মজিদসহ সাংবাদিকবৃন্দ, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আবিদ হোসেন লাড্ডান, কনিকা রানী সরকার ও পৌর কর্মকর্তা-কর্মচারীগন।
ব্র্যাকের রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা জানান, ব্র্যাকের উদ্যোগে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষ তথা হতদরিদ্রেেে সহায়তায় ‘জরুরী সাড়া প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম পর্বে সৈয়দপুরের দুই হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হলো। পর্যায়ক্রমে এখানকার ৫ হাজার হতদরিদ্রসহ দরিদ্র ও নিম্ব বিত্তবানদের মাঝে আরও সহায়তা দেয়া হবে। এছাড়াও সৈয়দপুরে ২০ হাজার সাবান, ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়ে।  সে সাথে পৌরসভাকে পরিচ্ছন্নতা কাজের জন্য ১৫ ড্রাম ব্লিচিং পাউডার দেয়া হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ