• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৯ অপরাহ্ন |

চলছে মৃদু শৈত্যপ্রবাহ: সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রী

সিসি নিউজ ।। পৌষের শেষ দিন আজ। এরপরই শুরু হচ্ছে শীতের শেষ মাস মাঘ। ষড়ঋতুর হিসাবে পৌষ-মাঘ শীতকাল। পৌষের শীত এবার ততটা প্রভাব প্রভাব তৈরি করতে সমর্থ হয়নি। তবে মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহের আগমন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। এমন অবস্থা আরো দু-তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সৈয়দপুরে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যা গতকাল ছিল ১০ দশমিক শুন্য ডিগ্রী সেলসিয়াস।

গণমাধ্যমকে আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। ফলে শীত বেড়ে গেছে। এটি দু-তিন দিন স্থায়ী হতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তবে এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিনের বেশি স্থায়ী হবার সম্ভাবনা কম। ১৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ