সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের ঢাকাগামী নৈশকোচ হানিফ এন্টারপ্রাইজের ধাক্কায় ঘটনাস্থলেই মোকছেদুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার রাত ১১টার দিকে বাইপাস সড়কের কয়া মিস্ত্রিপাড়া মোড় নামক স্থানে।
নিহত মোকছেদুল হক সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত হাজার আলীর ছেলে। তিনি সৈয়দপুরের এমবিবি নামক ভাটার মালিক।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্টো-ব-১৪৯৩৩২) কোচটি সৈয়দপুর বাইপাস মহাসড়কের উক্ত স্থানে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী মোকছেদুল হক। আহত হয় কোচের ১০ যাত্রী। আহত যাত্রীদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কেচের যাত্রী দিনাজপুরের বীরগঞ্জের সত্যেন রায় ও সুজন রায় জানান, কোচে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দূর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোচের চালক বা হেলপারকে পাওয়ার যায়নি।