• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বোদা ফুটবল একাডেমি বিজয়ী

সিসি নিউজ।। আজ শুক্রবার (৬ জানুয়ারি) দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলা (দ্বিতীয় ম্যাচ) অনুষ্ঠিত হয়েছে। বিকেল তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা’র উক্তো খেলোয়াড় একাদশ বনাম পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এতে পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি ২-০ গোলে চুয়াডাঙ্গা’র উক্তো খেলোয়াড় একাদশকে হারিয়েছে। খেলার প্রথমার্ধ গোল শুন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমির ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রদীপ ও ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদল একটি করে গোল করেন।
আজকের খেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণির রেফারী নীলফামারীর গোবিন্দ চন্দ্র রায় রেফারীর দায়িত্ব পালন করেন। আর সহকারী রেফারী ছিলেন কৃষ্ণ রায় ও রওশন কবির। টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তফু এবং পার্বতীপুরের ধারা ভাষ্যকার খোরশেদ রায়হান। চলতি শীত মৌসুমের শেষ পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ফুটবলপ্রেমী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি উপভোগ করেন।
আগামী ১৩ জানুয়ারি টুর্নামেন্টের তৃতীয় খেলায় নারায়নগঞ্জের বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট জেলা ফুটবল দল পরস্পরের মুখোমুখি হবে।
বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নীলফামারীর সৈয়দপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, যশোর ও নারায়নগঞ্জের আটটি ফুটবল দল অংশ নিচ্ছে। এতে অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে, নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি, যশোরের এসকে স্পোটিং ক্লাব, চুয়াডাঙ্গার উক্তো খেলোয়াড় একাদশ, রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি, পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি, রংপুরের জয় স্পোটিং ক্লাব, জয়পুরহাট জেলা ফুটবল দল এবং নারায়নগঞ্জের বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি। আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টে পরিসমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাবর্তীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্তীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমেরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুকশানা বারী রুকু।
বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সাবেক সভাপতি এ কে এম খুরশীদ আলম মজনু’র সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা ও পার্বতীপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দিন, সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. বাবর আলী, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মুহিবুল্লাহ্ হাসান বিপুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো. শাহাজাহান আলী সাজু।
এর আগে প্রধান অতিথি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম যশোরের এসকে স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
এতে নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি ৩ – ০ গোলে যশোরের এসকে স্পোটিং ক্লাবকে হারিয়েছে। সৈয়দপুর ফুটবল একাডেমির ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন একটি এবং ১৬ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় অ্যামেকা দলের পক্ষে দুইটি গোল করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ