সিসি নিউজ।। দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনার্ল খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম মানু স্মৃতি ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এতে সৈয়দপুর ফুটবল একাডেমি ৪-০ গোলে দিনাজপুরের মানু স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
শুক্রবারের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা। এ সময় বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক বাবর আলী, কোষাধ্যক্ষ কামাল হোসেন, মো. শাহজাহান আলী সাজুসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে সৈয়দপুর ফুটবল একাডেমির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিপন দলের পক্ষে প্রথম গোলটি করেন। এরপর খেলার দ্বিতীয়ার্ধে সৈয়দপুর ফুটবল একাডেমির ৫ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বেঞ্জি, ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর ও ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলন একটি করে গোল করে দলকে বিজয়ী করেন।
উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনাল খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণির রেফারী পাবনার তুষার সরকার। আর মো. আলমগীর ও রায়হান হাসান সহকারী রেফারী ছিলেন। খেলায় দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তপু ও পাবর্তীপুরের খোরশেদ রায়হান ধারাভাষ্য বর্ণনা দেন।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের বদরগঞ্জ, সৈয়দপুরসহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক দর্শক ফুটবলপ্রেমী উপস্থিত হয়ে উপভোগ করেন। আগামী ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি বনাম রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নীলফামারীর সৈয়দপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, চুয়াডাঙ্গা যশোর ও নারায়নগঞ্জের আটটি ফুটবল দল অংশ করছে। আগামী ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টের পরিসমাপ্তি ঘটবে।