• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন |

সৈয়দপুরে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি, ভোগান্তিতে পৌরবাসী

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে যাচ্ছে শহরের অধিকাংশ সড়ক। বৃষ্টি থেমে গেলেও সরছে না পানি। একদিকে অধিকাংশ সড়ক খানাখন্দ, অন্যদিকে বৃষ্টিতে হাটু পানি জমে থাকায় পৌরবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত রোববার রাতে ও সোমবার সকালে বৃষ্টি হয় সৈয়দপুর উপজেলাজুড়ে। পরে বৃষ্টি থামলেও বিভিন্ন ওয়ার্ডে ও শহরের বেশির ভাগ সড়কে হাঁটুপানি জমে। বৃষ্টিতে সাময়িক স্বস্তির বদলে ভোগান্তিই মুখ্য হয়ে ওঠে।
শহরের বাসিন্দারা বলছেন, সম্প্রতি শহরের প্রধান ড্রেন পরিষ্কার করার কিছুদিনের মধ্যে আবার তা আগের অবস্থায় ফিরে গেছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলো পরিষ্কার না করায় তা ভরাট হয়ে পানিনিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়েছে। এই অবস্থায় ড্রেনের পানি কখনো কখনো চলে আসছে বাড়ির উঠানে, এমনকি নিচতলার ঘর পর্যন্ত। চলাফেরায় ভোগান্তির সঙ্গে পচা, দুর্গন্ধযুক্ত পানি বাড়াচ্ছে রোগবালাইয়ের শঙ্কা।
শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির পানি আটকে আছে প্রায় প্রতিটি ওয়ার্ডে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ অম্লান চত্বরের সামনে হাঁটুপানি জমেছে। এমনিতেই সড়কটি ভেঙে গিয়ে বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। হাঁটুপানির মধ্যেই অনেকে রিকশা ও অটোরিকশায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে নাগরিক সুবিধা কম। আমরা প্রথম শ্রেণির পৌরসভায় ভ্যাট, ট্যাক্স দিলেও ঠিকমতো সুযোগ-সুবিধা পাচ্ছি না। শহরের প্রধান রাস্তার যে অবস্থা, তাতে মনে হয় নৌকা চালানো যাবে। বৃষ্টির কারণে রিকশা ও অটোরিকশার চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।’
পথচারী আতাবুল ইসলাম বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়কে পানি জমে। শহরের রাস্তাগুলো ভাঙাচোরা। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট বেহাল, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে হাঁটুপানি। এতে পৌরবাসীর দুর্ভোগের শেষ নেই। আমরা দ্রুত এর সমাধান চাই।’
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘ড্রেনেজ সমস্যা দীর্ঘদিনের। আমি প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই ড্রেনেজ-ব্যবস্থা উন্নতির কাজ শুরু করি। পুরো ব্যবস্থার উন্নতি করতে কাজ করছি। তবে আরও সময় লাগবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ