
।। রাকিব হাসান।। নাটোরের কলম ক্রিকেট একাডেমি আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সৈয়দপুর ক্রিকেটার্স একাদশের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব বগুড়া।
আজ শনিবার ৯:৩০ মিনিটে কলম হাই স্কুল মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে সৈয়দপুর ক্রিকেটার্স। ব্যাট হাতে হ্যাপী ১৫ বলে ৪৭ রান, আসিফ ২৩ বলে ৪২ রান, সাকিব ১০ বলে ৩৮ রান ও জিয়া ২৩ বলে ৪০* রান করে রেকর্ড টার্গেট ছুড়ে দেয় বগুড়া কে।
২৪৮ রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে সৈয়দপুরের বোলিং ঘুর্নিতে মাত্র ১০০ রানে অল আউট হয় মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব বগুড়া। বল হাতে হ্যাপী ২ ওভারে ২ রান ২ উইকেট, রাজা ২ ওভারে ১৬ রান ২ উইকেট, তিতাস ৩ ওভারে ২৬ রান ১ উইকেট এছাড়া সাজিদ, যুবায়ের ও মাহিন ১টি করে উইকেট নেন। ফলে ১৪৭ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সৈয়দপুর।
মাহমুদ আলম হ্যাপির অলরাউন্ডার পারফরমেন্সে সৈয়দপুরের কাছে পাত্রাই পেলো না বগুড়া। ব্যাট হাতে ১৫ বলে ৪৫ ও বল হাতে ২ ওভারে ২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয় হ্যাপী।
ম্যাচ সেরা মাহামুদ আলম হ্যাপী জানান, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকলের প্রচেষ্টায় বিশাল ব্যবধানে ম্যাচটি জয়লাভ করতে পেড়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমাদের সহযোগিতা ও দূর থেকে সাপোর্ট করেছেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ম্যাচগুলোতেও যেনো জয় ছিনিয়ে আনতে পারি।