• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের শালিসে ৪টি বাড়ির প্রবেশ পথ বন্ধ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুনের বিরুদ্ধে শালিসে এক তরফা রায়ের মাধ্যমে ৪টি পরিবারের বাড়ির প্রবেশপথ বন্ধ করার অভিযোগ ওঠেছে। গতকাল রোববার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন একই ইউনিয়নের দক্ষিন সোনাখুলি গ্রামের তহশিলদারপাড়ার ভুক্তভোগী ওই চার পরিবার।
ভুক্তভোগী জমসেদ আলী লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে একই সাথে বসবাস করে আসছি আমরা চারটি পরিবার। কিন্তু আমার ভাতিজা জাকির হোসেন আমাদের বাড়িতে প্রবেশের একমাত্র গলি পথ বন্ধ করে দেন। চলাচল জন্য বন্ধ হয়ে যাওয়ায় আমরা ২০২০ সালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাছে অভিযোগ দাখিল করি। সহকারী কমিশনার তদন্তের পর গলি পথটি উম্মুক্ত করে ব্যবহারের অনুমতি দেন ।

তবে এতে নাখোশ হন জাকির হোসেন। তিনি সড়কটি বন্ধের জন্য কৌশলে বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে প্রভাবিত করে গ্রাম্য শালিসের আয়োজন করে। সেখানে আমাকেসহ অন্য ৩ পরিবারকে না ডেকে পক্ষপাতিত্ব করে আবারও বাড়ি প্রবেশের গলিপথটি বন্ধ করে দেন। চেয়ারম্যানের এমন নির্দেশনা পেয়ে ওই গলিমুখের দুটি পথে পাকা দেয়াল ও টিনের বেড়ায় ঘেরা হয়। এতে বাড়ি থেকে প্রধান সড়কে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের চারটি পরিবারকে।

আরেক ভুক্তভোগী সমশের আলী বলেন, প্রতিপক্ষরা শক্তিশালী। তারা সামান্য অজুহাতে লাঠি শোডা নিয়ে হামলা চালায়। তাদের দাপটের কারণে আজ আমি পৈতৃক ভিটা ছাড়া। পরিবার নিয়ে বর্তমানে সৈয়দপুর শহরে বসবাস করছি। চেয়ারম্যানের এমন অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবারগুলি।

এ নিয়ে কথা হয় বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনের সাথে, তিনি বলেন এক তরফা রায়ের সিদ্ধান্ত দেওয়া হয়নি। সেখানে জমসেদ আলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ