• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২২ অপরাহ্ন |

ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলার মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মনজেল হককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনজেল পূর্ব বোড়াগাড়ি এলাকার মোকসেদুল হকের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ উন নবী বলেন, মনজেল একজন চিহ্নিত মাদক কারবারি। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন। গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ