সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের শিশু, কিশোর এবং যুব সমাজের সামাজিক, মানবিক জ্ঞান ও দক্ষতার উন্নয়নে ‘কিছু করি’ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরাঞ্চলের সব থেকে বড় রোবোটিক্স কর্মশালা। তিন দিনের এ কর্মশালা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।
কিছু করি সংগঠনের সভাপতি ম ম রেজাউল হক বিদ্যুৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান উপস্থিত থাকবেন।
জানা যায়, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর ভিশনকে সামনে রেখে সৈয়দপুরের ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হবে কর্মশালাটি। যেখানে ব্রাক ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন। এছাড়া ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত থাকবেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ফ্যাকাল্টি মোক্তাদির আলম আরাফাত।
এর আগে সংগঠনটি তথ্য প্রযুক্তির শিক্ষকদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেন। কমিটির সদ্যরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের ট্রেনিং প্রদান সহ সমন্বয় করবেন। যার মাধ্যমে বছরে একটি বড় সেমিনার ও সাপ্তাহিক ও মাসিক মুল্যায়নের মাধ্যমে রোবটিক্সে উত্তরাঞ্চলের এই জনপদের শিক্ষার্থীকে বিশ্বের কাছে আলাদা ভাবে তুলে ধরা সম্ভব হবে বলে জানিয়েছেন সংগঠন সংশ্লিষ্টরা।
এবিষয়ে ‘কিছু করি’ সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আমরা স্মার্ট বাংলাদেশ উপভোগ করতে না পারলেও যেন এই অঞ্চলের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে বড় অবদান রাখতে পারে সে লক্ষে কনফারেন্সের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কিছু করি সংগঠনের সাথে যুক্ত করব মাত্র। এরপর তাদের নিয়েই শুরু হবে আমাদের রোবটিক্স চর্চা। আমাদের লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প এবং সাংস্কৃতিক জ্ঞান এর মাধ্যমে তাদেরকে আদর্শ নাগরিক তথা দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, আমরা ফরম পুরনের মাধ্যমে ইতিমধ্যে ৮ শতাধিক শিক্ষার্থীকে বাছাই করেছি। আমাদের কনফারেন্সের পর প্রতি স্কুলে একটি করে ক্লাব থাকবে। যেখানে আমাদের টেকনিকাল টিম তাদের সাথে সরাসরি কাজ করবে। এবং প্রতি চার মাস পর পর আমাদের জ্ঞান ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ।