• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

কুড়িগ্রামে বিদ্যুৎহীন সাড়ে ৮ হাজার গ্রাহক

সিসি নিউজ ডেস্ক।। সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার কয়েকটি চরাঞ্চলে প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এসব এলাকার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাড়ে আট হাজার গ্রাহক। আমনখেতে সেচ এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি সরঞ্জাম ব্যবহারে চরম বিড়ম্বনায় পড়েছে তারা।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) তথ্য অনুযায়ী, নাগেশ্বরীর মাদারগঞ্জ এলাকা থেকে চরাঞ্চলের দিকে স্থাপিত সাবমেরিন ক্যাবলের ত্রুটি দেখা দিয়েছে। এতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর এবং সদরের যাত্রাপুর ইউনিয়নের বেশ কিছু চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্যাবলের ত্রুটি চিহ্নিত করার কাজ চলছে। তবে নদীর পানি বাড়তে থাকায় মেরামতকাজ বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

নারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর প্রামাণিকপাড়ার বাসিন্দা ইব্রাহিম বিদ্যুৎ নিয়ে ভোগান্তির কথা জানিয়ে বলেন, ‘এক মাস ধরে এলাকায় বিদ্যুৎ নাই। এখন ল্যাম্প (কেরোসিন দিলে জ্বালানো গ্রামীণ বাতি) জ্বালিয়ে থাকি। আমাদের বিড়ম্বনার শেষ নাই।’ তিনি আরও বলেন, ‘সেচপাম্প খুলে রেখে শ্যালো মেশিন দিয়ে আমনের সেচ দিচ্ছি। বাড়িতে ফ্যান চালানো বন্ধ। গরমে শিশুদের অবস্থা বেশি খারাপ। সন্ধ্যার পর বাজারে গিয়ে জেনারেটরে মোবাইল চার্জ দিয়ে আনি। বাটন ফোনের চার্জ খরচ ২০ টাকা, স্মার্ট ফোন হলে ৩০ টাকা নিচ্ছে।’

নারায়ণপুরের উত্তর ঢাকদহর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘আমরা খুব সমস্যায় আছি। রাতে বাড়িঘর অন্ধকার থাকছে। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। পাম্প বন্ধ থাকায় পানি সেচ দিতে পারছি না। কৃষির খুব ক্ষতি হচ্ছে। অনেক টাকা খরচ করে শ্যালো কিনছি। কিন্তু সবার সেই সাধ্য নাই। কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

একই অবস্থা যাত্রাপুর ইউনিয়নের দ্বীপচর রলাকাটার চর, চর ভগবতীপুর, বড়ুয়ার চর, চিড়া খাওয়ার চর, ঝুনকারচরসহ বেশ কয়েকটি এলাকার। রলাকাটার চরের বাসিন্দা মুনির হোসেন বলেন, ‘এক মাস ধরে বিদ্যুৎ নাই। আমাদের নিয়ে কারও কোনো মাথাব্যথাও নেই।

বিদ্যুতের অভাবে এলাকায় মানুষ চরম কষ্টে আছে।’ একই ভোগান্তির কথা জানান ঝুনকার চরের ফারুক ও ভগবতীপুরের বাবু।

পবিস কুড়িগ্রামের জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম বলেন, ‘ভূগর্ভস্থ লাইনে ত্রুটি হয়েছে। নদীতে পানি বেশি থাকায় এখনো ত্রুটি চিহ্নিত করা সম্ভব হয়নি। আমরা ত্রুটি চিহ্নিত করার কাজ করছি। শিগগির মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।’

উৎস: দৈনিক আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ