• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন |

দিনাজপুরে মাদকের মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন

সিসি নিউজ।। দিনাজপুরের নবাবগঞ্জে ৩০৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক। একই সঙ্গে প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের ওবায়দুল হক (৪৭)। একই এলাকার দুই ভাই জাকিরুল ইসলাম (৪১) আমিরুল ইসলাম (৪৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ মার্চ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামে ওবায়দুল হকের বাসায় তল্লাশি চালায়। এ সময় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সময় একই গ্রামের জাকিরুল ইসলামের বাড়ি থেকে ৮১ বোতল ও তাঁর বড় ভাই আমিরুল ইসলামের ঘর থেকে আরও ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সেই সময় জব্দ করা ৩০৬ বোতল ফেনসিডিলের মূল্য ছিল ১ লাখ ৫৩ হাজার টাকা।

এ ঘটনায় রংপুর র‍্যাব-৫ এসআই খন্দকার হেলাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় মামলা করেন।

তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, এটি মাদক কারবারিদের জন্য একটি সতর্কবার্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ