সিসি নিউজ।। খুলনাগামী আন্তঃনগর ’রুপসা এক্সপ্রেস’ ট্রেনের এক যাত্রীকে শারিরীকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই ট্রেনের দায়িত্বরত রায়হান কবির নামে একজন টিটিই বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই যাত্রী সৈয়দপুর রেলওয়ে থানায় ট্রাভেলস টিকিট এক্সামিনারের (টিটিই) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই যাত্রীর নাম ডাঃ মোহাম্মদ ফজলে রাব্বী। তিনি রফিক মেডিসিন বাংলাদেশ গ্রুপের আরআরপি এগ্রো ফার্মের নীলফামারীর সৈয়দপুর অফিসের প্রোডাকশন অফিসার। রাব্বী দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের হবিবুর রহমানের পুত্র।
অফিসের কাজে গত বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে পার্বতীপুর স্টেশন থেকে ওই যাত্রী ফুলবাড়ী যাচ্ছিলেন। স্টেশনে পৌছামাত্রই ট্রেন আসায় বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন রাব্বী। তারপর টিটিই রায়হান কবিরের কাছে অতিরিক্ত ভাড়ার টিকিট চান তিনি। কিন্তু টিটিই পার্বতীপুর থেকে ফুলবাড়ী স্টেশনের ভাড়া হিসেবে ২০০ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।
এরই এক পর্যায়ে রাব্বী নামের ওই যাত্রীকে টিটিই রায়হান জোরপূর্বক টেনেহেচড়ে এসি বগির ফাঁকা কেবিনে নিয়ে চড়-থাপ্পর, লাথি মারে। শারিরীক নির্যাতনের একপর্যায়ে ওই যাত্রীকে গন্তব্য স্টেশনে নামতে দেয়নি টিটিই রায়হান। পুলিশের ভয়-ভীতি দেখিয়ে তিনি পার্বতীপুর- ফুলবাড়ী পর্যন্ত ১০০ টাকার অতিরিক্ত ভাড়া টিকিট আদায় করেন।
এ সময় বিষয়টি নজরে আসে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্যদের। তারা ঘটনাস্থল বগিতে গিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন এবং রেলওয়ে থানায় আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এমন পরামর্শ দিয়ে পরবর্তী স্টেশন বিরামপুরে নামিয়ে দেন।
সৈয়দপুর রেলওয়ে থানায় কথা হয় ভুক্তভোগী ফজলে রাব্বীর সাথে। তিনি জানান, টিটিই রায়হান ফাঁকা কেবিনে ঢুকিয়ে নির্মমভাবে আমাকে মেরেছে। ৫০ টাকার ভাড়ার স্থলে ২০০ টাকা কেন? এ প্রশ্ন করায় লাথি মেরেছেন তিনি। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারীতে এমএস করা ডাঃ ফজলে রাব্বী আরো জানান, গন্তব্য স্টেশনে যখন ট্রেনটি দাঁড়ায় তখন নামতে চাইলে তিনি নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেন।
ট্রেনে দায়িত্বরত সৈয়দপুর রেলওয়ে থানার এ্যাসিসটেন্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) সিসি নিউজকে বলেন, যাত্রীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত এসি বগির ওই কেবিন থেকে নির্যাতনের শিকার যাত্রীকে উদ্ধার করি। বিষয়টি তাৎক্ষণিক উর্ধতণ কর্তৃপক্ষকে অবগত করে রাব্বী নামের যাত্রীকে ট্রেনের পরবর্তী স্টপেজ বিরামপুর স্টেশনে নামিয়ে দেই।
এ বিষয়ে কথা হয় সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবীর সাথে। তিনি সিসি নিউজকে জানান, রুপসা ট্রেনের ওই যাত্রী আজ বৃহস্পতিবার দুপুরের পর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
তবে ঘটনাটি পার্বতীপুর রেলওয়ে থানার আওতায় হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় অভিযোগটি পাঠানো হয়েছে।