• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০১ অপরাহ্ন |

দিনাজপুরে নাগরদোলা ভেঙে ৫ শিশু হাসপাতালে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড় ময়দানের ঈদ আনন্দ মেলায় নাগরদোলা ভেঙে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর ৫ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে ঈদুল ফিতরের দিন দিনাজপুর বড়মাঠে অনুষ্ঠিত ঈদ আনন্দ মেলায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চিচিরবন্দর উপজেলার আন্দারমোহা গ্রামের হবিবর রহমানের মেয়ে হাবিবা আক্তার (১১) ও হোমায়রা আক্তার হাসি (৬), সদর উপজেলার পুলহাট এলাকার সাহিজার রহমানের স্ত্রী আরজিনা আক্তার সাথী (২০) গোলাম ফারুকের মেয়ে ফারিহা আক্তার নোভা (৯), একই এলাকার মনসুর আলীর মেয়ে ইয়াসমিন আক্তারকে (১৬) দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

অপরদিকে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার নাসিম (১৯), উপশহর এলাকার সোহেল মিয়া (৩৫), তাঁর স্ত্রী শারমিন আক্তার (২০), তাঁর মেয়ে সাহিনা (১০), শহরের সুইহারী এলাকার মো. ফারুকের স্ত্রী জেসমিন আক্তার (৩৫), মেয়ে রাফি আক্তার (১১), বালুয়াডাঙ্গা এলাকার মিজু মিয়ার স্ত্রী জতি (২৫), মেয়ে মিম (৬), একই এলাকার আব্দুল মতিনের ছেলে মজিব (১১) ও শহরের পাটুয়াপাড়া এলাকার মৃত আব্দুস সামাদ’র ছেলে ফেরদৌস ওয়াহেদ (৪৫) আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান খান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে অনুষ্ঠিত ঈদ আনন্দ মেলায় নাগরদোলা ভেঙে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ