• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন |

থাইল্যান্ডের গুহায় আটকা সবাই উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জুলাই: থাইল্যান্ডের গুহায় আটকা কিশোর ফুটবল দলের সব সদস্য ও তাদের কোচকে বাইরে বের করে আনা হয়েছে। থাই নেভি নিজেদের ফেইসবুক পাতায় এ খবর নিশ্চিত করেছে।

উদ্ধার অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার চার কিশোর ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনেন ডুবুরিরা।

ফেইসবুকে দেয়া বিবৃতিতে বলা হয়, ১২ ওয়াইল্ড বোয়ার ও তাদের কোচ গুহা থেকে বেরিয়ে এসেছে এবং তারা নিরাপদ আছে।

এর আগে রবিবার চার কিশোর ও সোমবার চার কিশোরকে বের করে আনা হয়।

‘ওয়াইল্ড বোয়ার’ ফুটবল দল ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনার মধ্যদিয়ে ১৭ দিনের ক্লান্তিকর এক অভিযান শেষ হতে যাচ্ছে।

অভিযানের চূড়ান্ত অংশে এখন সবাই তিন ডুবুরি ও একজন চিকিৎসকের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন। গুহার ভেতরে কিশোর ফুটবল দলটির সন্ধান পাওয়ার পর থেকে ওই চারজন তাদের সঙ্গে ছিলেন।

গত ২৩ জুন থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর আটকা পড়েছিল। ওই দলটির একজনের জন্মদিন উপলক্ষে ঘুরতে বেরিয়ে বিপাকে পড়ে তারা। নিখোঁজের ৯দিন পর দলটির সন্ধান মিললেও তখন বলা হয়েছিলো তাদের উদ্ধারে ৩ থেকে ৪ মাস লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ