• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন |

নীলফামারীতে জামায়াতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

Nilphamari Photo
নীলফামারী প্রতিনিধি: জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্থ নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ও টুপামারী ইউনিয়নের ৭৭জন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা। রোববার সন্ধ্যায় নীলফামারীর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে সহায়তার অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি বাবু গৌড় চাঁদ অধিকারীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদুত নিম চন্দ্র ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধা-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খোকা রাম রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী।
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় জানান, সহিংসতায় ক্ষতিগ্রস্থ লক্ষèীচাপ ও টুপামারী ইউনিয়নের ৭৭টি পরিবারের মাঝে নগদ ২লক্ষ ৫০হাজার টাকার সহায়তা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ