• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:১৮ অপরাহ্ন |

প্রিয়তমা

।। পার্থ ঘোষ ।।

দিনের পাতা,priotoma
ওল্টাতে শত শত,
প্রিয়তমার ভাবনা জাগে,
অপেক্ষায় আর কত?

ব্যস্ত ভিড়ে, ভুল করে,
শক্ত হাত ধরে,
বুঝিয়ে দিয়েছ সাগর জীবন,
শূন্য দিয়েছ ভরে।

দুই পায়ের চঞ্চলতায়,
প্রাণ ছোটানো আমার,
সরল মনের অবাধ কথা,
মন ভরানোর খাবার।

প্রতি পদে পায়ের নীচে,
রাখতে পারি হাত,
সব ব্যথা সইব, শুধু
না পেলে তুমি আঘাত।

খুশির খবর তোমায় বলে,
প্রশ্বাসের পাই জোর,
স্বপ্নে কাছে না পেলে,
রাতশেষে আসেনা ভোর।

ঠোটের নড়ন বাড়ায় কমায়,
আমার হ্রিদস্পন্দন,
মেটাতে চোখের খিদে,
করব সারাজীবন সংরক্ষণ।

মুক্ত হাসি চোখে মুখে,
আমার সফলতা,
বাড়ির মেঝে অভাব বোঝে,
তোমার পায়ের আলতা।

কাজল চোখে জল,
বাড়ায় বুকের যন্ত্রণা,
ব্যর্থ মাঝে তোমায় ভেবে,
খুজে পাই সান্তনা।

তোমার কথা সুরে গেথে,
গান বানাবই,
তোমার হাতের ছোয়া পেতে,
দুষ্টুমি করবই।

চোখের তারার স্তব্ধতায়,
দুই, এক হয়ে যায়,
নেশার ঘোরে, হ্রিদয় রস,
প্রিয়তমাকেই চাই।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ