• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন |

নীলফামারী ও দিনাজপুরে গণজাগরণ মঞ্চের শপথ

Nilphamari Pic Gonojagoron - Copyসিসি নিউজ: সকল যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার শপথ করলো নীলফামারীর প্রগতিশীল মানুষ। আজ বিকেলে নীলফামারী শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের এক বছর পুর্তি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীতে তারা এ শপথ করেন।  শপথ বাক্য পাঠ করান গণজাগরণ মঞ্চের সঞ্চালক সাংবাদিক তাহমিন হক ববি। শপথ শেষে সেখান থেকেই জাগরণ যাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষীণ শেষে আবার শহীদ মিনারে শেষ হয়। তাহমিন হক ববি ছাড়াও সম্মিলিত সাংষ্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের মধ্যে ভূবন রায় নিখিল, আব্দুল বারী, মীর মাহমুদুল হাসান আস্তাক, মনসুর ফকির, মিল্লাদুর রহমান মামুন, বিজয় চক্রবর্তী কাজলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রগতিশীল মানুষ অংশগ্রহন করেন।

দিনাজপুরে গনজাগরণ মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে গনজাগারন মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর  শিল্প কলা একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার শিল্পকলা একাডেমি  প্রাঙ্গন মাঠে গিয়ে শেষ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালী ও সমাবেশে গনজাগারণ মঞ্চ দিনাজপুর জেলা কমিটির সমন্বয়কারী রেজাউর রহমান রেজু, সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চুসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ